1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি অন্ধত্বকে জয় করে জীবিকার সন্ধানে আবদুল কাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান

মহিবুল হাসান নওফেলের নির্বাচনী প্রচারণা দ্বারে দ্বারে ছাত্রলীগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

আগামী ৭ ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল পক্ষে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল করিম রুবেলের উদ্যোগে নির্বাচনী প্রচারনা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল বুধবার (৩ই জানুয়ারি) বিকাল ৪ টায় ৩৫ নং ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে প্রচারণা চালানো হয়। এই নির্বাচনী প্রচারণায় বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান রানা, যুগ্ম আহ্বায়ক লক্ষ্মণ দাশ, শরিফ, মোঃ আরফাত, রাকিব, শাহরিয়ার আসফা, সুজনসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী প্রচারনায় অংশ নেন।

নির্বাচনী প্রচারনায় ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল করিম রুবেল বলেন, আমরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের জন্য ভোট প্রার্থনা করেছি। পাশাপাশি বিএনপির প্রতি আবেগ থেকে ভোট দিয়ে বার বার প্রতারিত না হয়ে বরং নিজেদের প্রাপ্য বুঝে নিতেই জননেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থনের সময় এসেছে বলেও তিনি দাবি করেন”

প্রচারণা শেষে বিকেলে ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে বিশাল একটি নির্বাচনী প্রচারণা মিছিল শাহ আমানত চত্বর ও গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের এমন প্রচারণা চলবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট