অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
পটিয়ায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে পটিয়া উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পটিয়া উপজেলা প্রসাসনের কর্মকর্তা বৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন শেষে পটিয়া উপজেলা প্রসাসন কনফারেন্স হল প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রয়া ত্রিপুরা,পটিয়া থানা অফিসার্স ইনচার্জ জনাব জিয়াউল হক,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদ সহ বক্তারা বক্তব্যকালে বলেন,মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয় শুধু উৎসবের নয়,এটি দায়িত্ব ও চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম,গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এছাড়া আরও বলেন,শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়াই আজকের দিনের অঙ্গীকার।
কোরান তেলোয়াত,গীতাপাট, ত্রিপটক পাট ও উপস্হিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সম্মাননায় বরন করার মাধ্যমে এ সভা শুরু হয়।এছাড়া সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র কম্বল,আর্থিক সহায়তা সহ ভূরিভোজনের মাধ্যমে এ সভানুষ্টান সম্পন্ন হয়েছে।
এ অনুষ্টানে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তৈয়ব,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু স্বপন চন্দ দে,ভেটেরিনারি সার্জন ডা: সাদ্দাম হোছাইন,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার,খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন,আইটি কর্মকর্তা মৃম্ময় দাশ,একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে,সহকারী অফিসার রহমত উল্লাহ চৌধুরী,ইউএনও অফিস প্রসাসনিক কর্মকর্তা অনিল কুমার বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য এ অনুষ্টানের আগে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ মাঠে বিজয় মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ একযোগে সংবর্ধনা অনুষ্টানের উপস্হিত কর্মকর্তা বৃন্দরা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত