1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বসাদা ছড়ি নিরাপত্তা দিবস উৎযাপন উপলক্ষ্যে রোটারি চট্টগ্রাম এরিয়ার ক্লাব সমূহের যৌথ প্রকল্প বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা চন্দনাইশ জিহস ফকির পাড়ায় মৃত মহিলাদের গোসল ও কাফন বিষয়ক প্রশিক্ষণ আসুন স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করি – লায়ন মোঃ আবু ছালেহ্ চন্দনাইশ প্রেস ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত ৪১টি ওয়ার্ডে হবে ৪১ টি খেলার মাঠ ও পার্ক: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চন্দনাইশে প্রেস ক্লাব প্রতিষ্ঠাতার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল চট্টগ্রামে সমাবেশে চসিক মেয়র ড়াঃ শাহাদাত হোসেন  চন্দনাইশে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ইন্তেকাল,মরদেহের কপিনে রাষ্ট্রীয় সম্মাননা ও নামাজ জানাজায় দাপন

মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি, মনোহরগঞ্জ (কুমিল্লা):

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা- ২০২৫ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ক্রিড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।

খেলা শেষে একই দিনে বিকালের দিকে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও ক্রিড়ানুরাগী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং নাথেরপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক ও সমাজসেবক মো. আবদুল গোফরান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. নাজির আহম্মদ, নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. সাইফ উদ্দিন লিটন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিন, লক্ষণপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক মো. সাইদুর রহমান, নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবিভাবক সদস্য মাস্টার মো. মোবারক হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. মোশারফ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. নুরুল কবির নুরুন্নবী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. কামাল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জি. মো. মিনহাজ মাসুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাও. মো. নোমান শরীফ, বিশিষ্ট ক্রিড়ানুরাগী ও সমাজসেবক আবদুল্লাহ আল মামুন সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ইঞ্জি. মমিন উল্ল্যাহ। আরও উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাগণ।

বিশেষ অতিথি নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই আগামী দিনের ভবিষ্যতের কান্ডারী। আজকের মন্ত্রি-মিনিস্টার, বিভিন্ন উচ্চ পদস্থ সচিব সকলেই এই প্রাইমারীর গন্ডি পার হয়ে আসছে। যারা শিক্ষকতার দায়িত্বে আছেন আপনাদের হাত থেকেই আমরা আগামী দিনের সচিব, আগামী দিনের নেতা পাবো।

এ সময় আমন্ত্রিত অতিথি, শিক্ষক মন্ডলী এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট