বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে একটি ভবনের ছাদ থেকে রহমত আলী শিফাত (২৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল চৌধুরী হাটের এস এম কনভেনশন হল ভবনের ছাদে স্থানীয়রা শিফাতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
শিফাত বোয়ালখালী পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কধুরখীল জামতল এলাকার নুরুচ্ছফা মেম্বার বাড়ির মো.জাফর সওদাগরের ছেলে। শিফাত ২ ভাই ও ২ বোনে মধ্যে সবার বড় ছিলো।
সে সম্প্রতি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিএসসি পাসের পর ইন্টার্নি করছিলো। বাড়িতে থেকে সে টিউশনি করতো।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ভবনের ছাদ থেকে শিফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা গেছে, শিফাত ১১টা ৪৪ মিনিটের সময় একা ভবনের ছাদের দিকে উঠতে দেখা গেছে। তার ডান হাতে কিছু ধূলা লেগে ছিলো। পকেটে একটি ছোরা পাওয়া গেছে। যা দিয়ে সে দড়ি কেটেছে বলে ধারণা করছি।