বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন চবি'র উদ্যােগে বোয়ালখালী উপজেলার পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে ফ্রি বাস সার্ভিস।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭টায় সমাপনী দিনে এ যাত্রার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, বোয়ালখালী থেকে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ভোগান্তি কমানো এবং নির্ধারিত সময়ে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেহরাজ হোসাইন মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক আবু নাহিয়ানসহ সদস্যগণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বোয়ালখালীতে ৮ম বারের মতো এ সেবার আয়োজন হয়।
এ সংগঠনের উদ্যােগে চলতি মাসের গত ২, ৩ ও ৯ জানুয়ারি এ, বি এবং সি ইউনিটের পরীক্ষার্থীদের এ সেবা দেওয়া হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত