বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের মাষ্টার বাজার এলাকায় ভোররাতে এক বসতঘরে ডাকাতি হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৩টার উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাজার এলাকার মিলন দাশের ঘরে এ ঘটনা ঘটেছে।
পরিবারটির সদস্য চন্দনা দাশ জানান, ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় প্রায় ১৫ ভরি স্বর্ণের গয়না, নগদ ১২ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরিবারের এক বৃদ্ধের কানের দুলও টেনে নেওয়া হয়।
রাজ দাশ জানান, ডাকাতরা বেশিরভাগ সদস্যকে চুপ থাকার নির্দেশ দেয় এবং কয়েকজন শিশুদের ছাড়া বাকিদের হাত-পা বেঁধে রাখে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত