
বোয়ালখালী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম বোয়ালখালীতে নির্বাচন কমিশনের উদ্যোগে টাঙানো প্রচার ফেস্টুনে ‘হ্যাঁ’ শব্দের বানান ভুল ফেস্টুন ঝুলতে দেখা গেছে । উপজেলা নির্বাচন কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভুল বানানের ফেস্টুন ঝুলতে দেখা যায়। এতে সাধারণ ভোটারদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাচন কার্যালয়ের তত্ত্বাবধানে গণভোটে অংশগ্রহণে ভোটারদের উদ্বুদ্ধ করতে এসব ফেস্টুন ঝুলানো হয়েছে। তবে ফেস্টুনগুলোর লেখায় ‘হ্যাঁ’ শব্দটি ভুল বানানে লেখা হয়েছে, যা জনসাধারণের নজরে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
উপজেলা নির্বাচন কার্যালয়ের পাশাপাশি বোয়ালখালী পৌরসভা, উপজেলা মৎস্য অধিদপ্তর, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং গোমদণ্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনেও একই ধরনের বানান ভুলযুক্ত ফেস্টুন ঝুলতে দেখা গেছে।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রচার সামগ্রীতে এ ধরনের বানান ভুল অনাকাঙ্ক্ষিত ও দৃষ্টিকটু। এতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-৮ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে এসব ব্যানার ও পোস্টার সরবরাহ করা হয়েছে। যেসব দপ্তরে বানান ভুল হয়েছে, সে বিষয়ে প্রতিবেদককে সংশ্লিষ্ট দপ্তরের থেকে জিজ্ঞাস করতে বলেন তিনি।