বোয়ালখালী প্রতিনিধি:
'নৈতিকতা ও সুশিক্ষার মেলবন্ধনে'—এই স্লোগানে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে অবস্থিত বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (২ আগস্ট) একাডেমি অডিটোরিয়ামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় যেমন খুশি তেমন সাজ, নৃত্য ও সংগীতসহ নানা প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী ডিজিটাল একাডেমির অধ্যক্ষ মো. বজলুর রহমান মুরাদ। এতে সিনিয়র শিক্ষক শাহাদাত হোসাইন জুনাঈদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, এস এম তৌহিদ, শফিকুল আলম বাদল, মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গঠনে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।’
সভাপতির বক্তব্যে মো. বজলুর রহমান মুরাদ বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে ছাত্রদের মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়। তাই একাডেমিতে আমরা শিক্ষার্থীদের নানামুখী চর্চায় উৎসাহিত করছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক পলাশী ধর, আনজুমান আরা বেগম, আবছারা বেগম, সুমনা পারভীন, চন্দনা দেব, রুমি শীল, মোহাম্মদ শাহাদাত, লাকী বিশ্বাস, তাহমিনা আকতার, ফারজানা জালাল, মায়মুনা খাতুন, নাসরিন সুলতানা ও উর্মি আকতার সহ অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষপর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে একাডেমির প্রাঙ্গণ।
অনুষ্ঠানের শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত