বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো রক্ত পরিসঞ্চালন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৫ মার্চ) ৫৬ বছর বয়সী এক রোগীকে সফলভাবে রক্ত পরিসঞ্চালন করা হয়।
এই পরিসঞ্চালনের জন্য রক্তদান করেন পশ্চিম কধুরখীল এলাকার ১৮ বছর বয়সী তরুণ খালেদ। তিনি এক রোগীকে রক্তদান করেন, যিনি অপারেশন-পূর্ববর্তী রক্তশূন্যতায় ভুগছিলেন।
রক্ত পরিসঞ্চালনের পুরো প্রক্রিয়াটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ানের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এতে ব্লাড গ্রুপিং, স্ক্রিনিং, ক্রস ম্যাচিং এবং সেইফ ব্লাড ট্রান্সফিউশনসহ প্রয়োজনীয় সকল ধাপ অনুসরণ করা হয়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট জুয়েল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে বোয়ালখালী উপজেলায় এটিই প্রথম রক্ত পরিসঞ্চালন। এটি এলাকার চিকিৎসা সেবায় একটি মাইলফলক।
তিনি আরও বলেন এই উদ্যোগের মাধ্যমে বোয়ালখালী উপজেলার স্বাস্থ্যসেবার একধাপ অগ্রগতি হলো, যা ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত