
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দীন ভূইয়া,
সমিতির পরিচালক উপজেলা কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম, মৎস্য অফিসার মো. নাঈম হাসান, সমবায় অফিসার মো. রাসেল চৌধুরী, এস এম সাহাব উদ্দীন, আব্দুল আজিম, শিবু প্রসাদ চক্রবর্তী, সমীরণ কান্তি দেব, অঞ্জলি মিত্র, সমবায়ী মো. হামিদুল হক মন্নান, মো. শহীদুল্লাহ চৌধুরী, মো. হাসান চৌধুরী ও আবু তাহের মাস্টার।
বক্তারা বলেন, সমবায় সমিতির মাধ্যমে
গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। প্রত্যন্ত অঞ্চলে মানুষের আত্মসামাজিক উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সচেষ্ট করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ সমিতি। বর্তমান প্রজন্মদের অন্তর্ভুক্ত করে সমিতির কার্যক্রমগুলো আরো বেগবান করার আহবান জানান তারা।