বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৌশলী জাবেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী রবিউল আলম।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী ইমরান হোসেন, প্রকৌশলী হামিদুল হক, প্রকৌশলী একরামুল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী পারভেজ চৌধুরী, প্রকৌশলী জাহিদ, প্রকৌশলী আনিস, প্রকৌশলী মুহিতুল ইসলাম, প্রকৌশলী বাবর মুনাফসহ অন্যান্য কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রকৌশলীদের একত্রিত করে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে বোয়ালখালীকে এগিয়ে নিতে সংগঠনটি কাজ করে যাবে।
এর আগে সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়।