বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনসারীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ.টি.এম আব্দুল খালেক, এস.এম শাহাব উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রিদওয়ানুল হক, মাওলানা আবদুস শুক্কুর আল কাদেরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম মোদাচ্ছের, বিএনপি নেতা মেহেদী হাসান সুজন ও এস.এম বদরুল মনির মাওলানা আসিফুল হক সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।