বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ৪জন রোগী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে ৩ জন এবং মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে আরও একজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরির বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে পৌরসভার আবদুল মাবুদ(৩৫), সোমবার রাতে সারোয়াতলীর সোলেমান (৭০), বেঙ্গুরার পারভিন আকতার (৩৫) ও পোপাদিয়া আসমা সুলতানা (১৬) সাপে কাটার চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি দিয়েছেন।
জরুরি কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ বলেন, গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনম রয়েছে। সাপে কাটলে অযথা সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।