
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এক চরঘেরা জাল প্রায় ৯০০ মিটার এবং তিনটি ভাসা জাল প্রায় ১ হাজার ২০০ মিটার জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। পরে স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভূঁইয়া এবং হালদা নৌ পুলিশের প্রধান এসআই রমজান আলী ও সোহেল রানা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান বলেন, নদীতে অবৈধ মাছ ধরা বন্ধ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।