বোয়ালখালী প্রতিনিধি:
যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ডকুমেন্ট ও পার্সেল সহজে ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে বোয়ালখালীতে চালু হলো স্প্রীডফাস্ট কুরিয়ার লিমিটেড-এর সার্ভিস।
শুক্রবার(৯মে) সকালে উপজেলার খাজা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় স্প্রীডফাস্ট কুরিয়ারের বোয়ালখালী হাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল মনছুর সওদাগর, জাহাঙ্গীর আলম, আলম খান চৌধুরী, কাউছার আলম চৌধুরী ও মাওলানা মুহাম্মদ সোহেল।
সেবা প্রত্যাশীরা আশা করছেন, প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, “নির্ভুলভাবে গ্রাহকের কাছে কুরিয়ার পৌঁছে দিতে এবং তাদের সন্তুষ্টি নিশ্চিত করতে কাজ করবে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিস।