1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে মবের শিকার এক নারী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাইতে আসায় মবের শিকার হয়েছেন এক নারী। ”বাচ্চা চোর” আখ্যা দিয়ে গাছের সাথে বেঁধে ওই নারীকে মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা, স্বর্ণের গয়না ও মুঠো ফোন।

গত বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরার নবাব আলীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

এসময় গাছের সাথে বেঁধে ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জাতীয় জরুরি নাম্বার ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০-৯০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি নগরীর হালিশহরের একটি পোশাক কারখানায় কাজ করেন। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।

ভুক্তভোগী ওই নারী জানান, এক বছর আগে মোবাইলের ইমো এ্যাপসের মাধ্যমে শাকপুরা এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হকের (৩৫) সাথে পরিচয় হয়। এরই সূত্র ধরে আজিজুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৬ মাস পূর্বে আজিজুল হক বিয়ে করবে বলে নগরীতে ভাড়া বাসায় তাকে রাখেন। গত দুই সপ্তাহ ধরে আজিজুল হক যোগাযোগ করছিলো না।

তিনি বলেন, খোঁজ নিয়ে বুধবার বিকেলে আজিজুলের বাড়িতে আসলে সে আমাকে চিনে না বলে মারধর শুরু করে। এতে ওর পরিবারের লোকজনও যোগ দেয় এবং আমার সাথে থাকা মুঠোফোন, ব্যাগ, স্বর্ণের গয়না কেড়ে নিয়ে মুখে টেপ লাগিয়ে দেয়। এর এক পর্যায়ে “বাচ্চা চোর” বলে চিৎকার করতে থাকে। লোকজন জড়ো হয়ে একটি রাস্তার পাশে গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি যে যা দিয়ে পারছে মারধর করেছে। পুলিশ উদ্ধার না করলে ওরা আমাকে মেরেই ফেলতো।

ওই নারীর দাবি, আজিজুল জানিয়েছিলো সে ডিভোর্সি। বাড়িতে এসে জানতে পারি তার স্ত্রী রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয় লোকজন বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা করায়। এরপর ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করলে এজহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট