
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে খোয়া গেছে খিতাপচর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান, রাউটার ও ঘণ্টা।
রবিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটেছে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ ফারহানা আফরোজ জানান, বিদ্যালয়ের দপ্তরী ফজরের নামাজের জন্য মসজিদে গিয়েছিলেন। তিনি নামাজ আদায়ের পর এসে দেখেন বিদ্যালয়ের ৩টি সিলিং ফ্যান, ১টি রাউটার ও ১টি ঘণ্টা নেই। এ বিষয়ে থানাকে জানানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।