বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসদরে ব্যস্ততম সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে “মালামাল উঠানো ও নামানো” এবং যথাযথ নিয়ম না মেনে মাটি-বালু পরিবহনের অভিযোগে দুই ট্রাকচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, “দিনের ব্যস্ত সময়ে পৌর সদরের প্রধান সড়কে মালবাহী ট্রাক দাঁড় করিয়ে লোড-আনলোড করায় যানজট সৃষ্টি হয় এবং জনভোগান্তি বাড়ে। পাশাপাশি, নিয়ম না মেনে মাটি ও বালু পরিবহনের কারণে রাস্তায় পড়ে থাকা উপকরণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।”
অভিযানে ওই দুই চালককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও রহমত উল্লাহ আরও বলেন, “জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”