বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের দুইপাশে স্যানিটারী রিং, নির্মাণ সামগ্রী ও আরসিসি পাইপ রেখে জন দুর্ভোগ সৃষ্টি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ আগস্ট) উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, সড়কের দুইপাশে নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের ব্যবহার্য জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন মো.মুনির নামের এক ব্যবসায়ী। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকায় জনস্বার্থে তাকে হাইওয়ে আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সড়কের পাশে অবৈধভাবে রাখা মালামাল দ্রুততম সময়ে সরিয়ে নিতে বলা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ পৌরসভা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।