বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খোলা বাজারে (ওএমএস) আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলতল ও তুলাতল কেন্দ্র থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) মো. ওমর ফারুখ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে কিনতে পারবেন। প্রতিদিন ডিলারের মাধ্যমে দুটি পয়েন্টে মোট এক মেট্রিক টন আটা বিক্রি করা হবে। তবে সরকারি ছুটির দিনে এ কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, প্রাথমিকভাবে ৬ কেন্দ্রে ২৪ টাকা ধরে ২ দিন ৫০০ কেজি করে ১ টন আটা বিতরন করার কথা থাকলেও দুটি কেন্দ্রে বর্তমানে বিক্রি করা হচ্ছে।
ফুলতল, তুলাতল দুই কেন্দ্রে সরকারি ছুটি ব্যাতিত প্রতিদিন ১০০ জনকে ৫ কেজি করে বিতরন করা হচ্ছে।পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ,অলি বেকারি, জমাদার হাট,উপজেলা সদর,মুরাদ মুন্সির হাট কেন্দ্র গুলোতে আটা বিতরন কার্যক্রম শুরু হয়নি।