বোয়ালখালী প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চট্টগ্রামের বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রণব চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ ও উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থী চারটি করে নিম, কদবেল, জাম ও কাঠালের চারা পায়।
ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং কৃষির প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি শিক্ষার্থী যেন এই গাছগুলো সঠিকভাবে রোপণ করে পরিচর্যা করে, তাতে করে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে।’
কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, ‘বনায়ন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে পরিবার ও সমাজে সচেতনতা তৈরি হবে। এটি শুধু বৃক্ষরোপণ নয়, বরং প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রয়াস।’