
বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, ডা. মহসিন খান তরুণ, সাংবাদিক এস এম মোদ্দাচ্ছের ও মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক খসরু পারভেজ ও নজির আহম্মদ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা এই নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত করে। শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের আত্মত্যাগ আমাদের জন্য চিরপ্রেরণার উৎস।
এদিন উপজেলার কধুরখীল ও পশ্চিম শাকপুরা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।