বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের গোলাককানুন বাজার এলাকার জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার আওতাধীন ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরের শতাব্দীপ্রাচীন বোধি বৃক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বোধি বৃক্ষের কাপড় ও মন্দিরে থাকা বুদ্ধমূর্তির গায়ে জড়ানো চীবরে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় তাপস বড়ুয়া বলেন, ‘বিহারের পাশে থাকা চায়ের দোকানদার দোকান খুলতে এসে আগুন দেখতে পান। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বোধি বৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর পুড়ে গেছে।’
স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. হাসান বলেন, ‘আমরা রাতে প্রবরণা পূর্ণিমার অনুষ্ঠানে ছিলাম।বর্তমানে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত