বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে নিজ ঘর থেকে লায়লা বেগম নামের এক ৫৫ বছর বয়সী মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) খবর পেয়ে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
লায়লা বেগম উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মোবারক আলী বাড়ির মৃত শফিউল আলমের স্ত্রী। তার ১ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
লায়লা বেগমের মেয়ে নাসরিন সুলতানা রুবা জানান, তার মা লায়লা বেগম চার বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সকলের অগোচরে ফাঁকা ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন।
খবর পেয়ে পুলিশ লায়লা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মহিলার মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।