বোয়ালখালী প্রতিনিধি:
‘রেমিট্যান্স আমাদের অর্থনীতির চালিকাশক্তি। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ শুধু পরিবারের মুখে হাসি ফোটায় না, দেশের অর্থনীতিকেও শক্তিশালী করে।’—এমন মন্তব্যের মধ্য দিয়ে বোয়ালখালীতে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল ডে অব ফ্যামিলি রেমিট্যান্স।
সোমবার (৩০ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর সদর শাখায় ইউএনসিডিএফ–সফল প্রজেক্টের আওতায় এ দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রত্যাশী সফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দেব দুলাল মজুমদার। সভাপতিত্ব করেন প্রত্যাশী সদর শাখার ম্যানেজার মো. ছিদ্দিক। সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্ত্তী।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ উজ জামান (ম্যানেজার, কৃষি ব্যাংক), মো. সাইফুল ইসলাম (ম্যানেজার, ঈপসা), আলী আহাম্মদ (অফিসার, এনসিসি ব্যাংক) ও মো. মহিউদ্দিন (ডাচ বাংলা এজেন্ট ব্যাংক)।
আলোচনায় বক্তারা বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখতে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের গুরুত্ব অপরিসীম। স্থানীয়ভাবে রেমিট্যান্স গ্রহণে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা নিরসনে ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করতে হবে।’
মনিটরিং অফিসার সাবিহা সিফাতী সফল প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ‘প্রবাসীদের পরিবারের অর্থ ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সফল প্রকল্প।’
অনুষ্ঠানে প্রবাসী পরিবারের সদস্যরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত