
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে নয়ন উদ্দীন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিলিটারি পুল সংলগ্ন এলাকায় বোয়ালখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আচু মাঝির বাড়ির বাসিন্দা মো. কুদ্দুসের ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নয়ন দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত ছিল। এ নিয়ে পটিয়া এলাকার একটি গরু চোর চক্রের সঙ্গে তার বিরোধ চলছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, লবণ ফ্যাক্টরির সামনে বোয়ালখালী খালে একটি লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।