বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্রসহ মন সর্দার (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মন সর্দার কানুনগোপাড়া উত্তর সর্দার পাড়ার সুবল মাঝি বাড়ির মৃত মেঘনাথ সর্দার।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মন সর্দারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি সচল ফায়ারিং পিন বিশিষ্ট দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে মন সর্দারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত