
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মাওলানা ইসমাঈলের বাড়িতে বসবাসকারী হারুনুর রশীদের ছয় কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পোল্ট্রি মুরগীর খামারি হারুনুর রশীদ বলেন,
দীর্ঘ দিন ধরে তিনি মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। আগুনে ঘরসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। একই সাথে ব্যবসার ২ লাখ ২২ হাজার টাকাসহ মেয়ের ৪ ভরি স্বর্ণের গয়নাও ভস্মীভূত হয়েছে।