বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে ফাতেমা সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী ব্রিজ এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রহমত উল্লাহ।
তিনি জানান, যথাযথ লাইসেন্স গ্রহণ ব্যতীত, ক্ষতিকর উপাদান মিশিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, এবং বিক্রির দায়ে ফাতেমা সুইটসের ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুমকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পোড়া তেল, ক্ষতিকর রঙ মেশানো খাদ্য ও বাসী মিষ্টির শিরা ধ্বংস করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন, স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের স্টাফগণ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত