বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ভ্রাম্যমাণ ভ্যানে দুইমাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, প্রশিক্ষক ফায়জুল হক ও দীনবন্ধু রায়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকনোলজি ইমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় উপজেলার ৪০জন শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করেন।