বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে ব্লু বার্ডস প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্লু বার্ডস প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খসরু পারভেজ ও বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদাচ্ছের। বক্তব্য রাখেন ইসহাক ইকবাল, প্রফেসর মোহাম্মদ ইদ্রিস এবং জে. এম. কাউছার টিপু। উপস্থিত ছিলেন আমির হোসেন, রাজু দে, দিদারুল আলম, মোহাম্মদ জনি, মো. নাছের প্রমুখ।