বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যিবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মাহফিল আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এস. এ. রাসেলের সভাপতিত্বে এবং মো. ইলিয়াস ও মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য সাংবাদিক রবিউল হোসেন রবি, শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান হোসেন, মাওলানা মো. বাশার।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মো. রিপন, মো. ইলিয়াস রানা, মোহাম্মদ নুর খান, মো. সাইফু উদ্দীন, মো. হোসেন, মো. সাগর, মো. জামাল, মো. মানিক, মো. রায়হানসহ প্রবাসী সদস্য মো. সোহেল রানা, মো. সুমন, মো. আলমগীর ও মো. এস. এ. রাসেদ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম রহিমী।