বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের দীর্ঘদিনের চলাচল অযোগ্য লালচাঁদ বিহার সড়কটি অবশেষে ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে সড়কের প্রায় আধা কিলোমিটার চলাচল অযোগ্য অংশে খানাখন্দ মেরামত করে সংস্কার কাজ শুরু করেন স্থানীয় যুবকেরা। এ কাজে আর্থিক সহায়তা করেন এলাকার বাসিন্দা চিন্ময় বড়ুয়া রিন্টু।
জানা গেছে, শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এই সড়কটি প্রায় এক দশক ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বরাদ্দ বা উন্নয়ন কাজ পাননি তারা।
বিভিন্ন সময়ে শাকপুরার জনবসতি শূন্য এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক ও সেতু নির্মাণ হলেও গুরুত্বপূর্ণ এই সড়কের জন্য একবারও টিআর বা কাবিখা বরাদ্দ দেওয়া হয়নি।
সড়কটির সংস্কার বাস্তবায়ন করছে ‘মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘ’। সংগঠনের সদস্যদের স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ চলছে।
স্থানীয় বাসিন্দা অধীর বড়ুয়া বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে এলাকার মানুষ একত্র হয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ায় কিছুটা স্বস্তি এসেছে।’
ইউনিয়ন পরিষদের সদস্য অনুপ দাশ বলেন, ‘সড়কটি গুরুত্বপূর্ণ হলেও বিগত সময়ে কোনো বরাদ্দ হয়নি। ব্যক্তি উদ্যোগে কাজ শুরু হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে।’