বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পৌরসভার পেতন আউলিয়া শাহী জামে মসজিদের মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে বোয়ালখালী ছাত্রদল।
মিলাদ, কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত আব্দুল কাদের জিলানী জামে মসজিদের ইমাম মোহাম্মদ জানে আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা জামশেদ জিসান, ফরহাদ আব্বাদি, নিবরাসুল আলম, আশরাফুল ইমন, আশরাফুল করিম, ইমরান, রাকিব হামজা, আশুতোষ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহির আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সানাউল হক, হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরফাত, পৌরসভা ছাত্রদল নেতা সাইফুল, ইমতিয়াজ, মাহিম, ইমন প্রমুখ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত