বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে গৌতম বুদ্ধের জন্ম,বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ এ ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে উপজেলার বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহারে ব্যুহচক্র মেলার তাৎপর্য ছিল গুরুত্ববহ।
আবহমান কাল ধরে অনুষ্ঠিতব্য ব্যুহচক্র মেলার তাৎপর্য তুলে ধরেন বোধিদ্রুম বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় ভিক্ষু।
এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত উপাসক-উপাসিকা ও পূর্নার্থীরা উপস্থিত ছিলেন।
বোধিদ্রুম বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সনৎ বড়ুয়া, পঞ্চরত্ন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরি সভাপতি মিলু বড়ুয়া, শিক্ষক সুরঞ্জন বড়ুয়া, ডাক কর্মকর্তা আশীষ চৌধুরী ও ডা. পুষ্পিতা চৌধুরী সহ প্রমুখ।
এছাড়া কর্মসূচীর মধ্যে ছিল সকালে বুদ্ধ পূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ। বিকেলে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, প্রদীপ প্রজ্জ্বলন ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা। রাতে বুদ্ধ কীর্তন পরিবেশন করেন স্থানীয় কীর্তনীয়া দল।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত