বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে বাড়ির উঠোনে রাখা সিএনজি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে চোর।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
অটোরিকশার চালক মোহাম্মদ মনজুর জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গাড়িটি বাড়ির উঠানে রেখেছিলেন। ভোর সাড়ে তিনটার দিকে অটোরিকশাটি (চট্টগ্রাম থ১৩-৯৯৮৮) চুরি করে চালিয়ে নিয়ে গেছে।
তিনি বলেন, ২০২১ সালে ২৮ ডিসেম্বর ফটিকছড়ির এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ২৪ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কিনেছিলাম। এ গাড়ি চালিয়েই সংসার চলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত