
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে এক বসতঘরের ভেন্টিলেটর ভেঙে নিয়ে গেছে নগদ টাকা এবং স্বর্ণের গয়না।
শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কামাল মেম্বারের বাড়ির জিয়াউর রহমানের ঘরে এ ঘটনা ঘটেছে।
জিয়াউর রহমান জানান, শনিবার দুপুর ২টার দিকে পরিবার নিয়ে তিনি পটিয়ায় একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় ঘরে ফিরে দরজা খুলে দেখেন পেছনের দরজা দিয়ে চোর পালিয়ে গেছে।
তিনি বলেন, চোর ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা থেকে ৩ ভরি স্বর্ণের গয়না ও নগদ ২০ হাজার টাকা চুরি করেছে। ঘরের সমস্ত জিনিসপত্র কাপড়চোপড় এলোমেলো করে ফেলেছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।