
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে সৈয়দপুর ইসলামী পাঠাগারের আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে হযরত সৈয়দ কুতুব, মারূফ (র.) ফোরকানিয়া মাদ্রাসা।
সোমবার (২৪ নভেম্বর) ভোর ৪টার পোপাদিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সৈয়দপুর গোরস্তানের টেক এলাকার এ পাঠাগারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুনে পাঠাগারের বেশ কিছু কাগজপত্র, ইসলামি বই, চেয়ার-টেবিল এবং পার্শ্ববর্তী মাদ্রাসার শতাধিক কোরআন শরীফ ও আমপারা পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মো. এমদাদ জানান, ফজরের নামাজ পড়তে পাঠাগারের পাশে মসজিদে যান। এসময় পাঠাগারে আগুন দেখতে পান তিনি। তার ডাকাডাকিতে স্থানীয়রা এসে আগুন নেভান।
এটি পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে দাবি করে সৈয়দপুর ইসলামী পাঠাগারের পরিচালক সেলিম উদ্দিন বলেন, “পাঠাগারে ধর্মীয় জ্ঞানের চর্চা হয়। অনেকেই বিষয়টি ভালোভাবে নেন না। এজন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।”
তিনি জানান, আগুনে পাঠাগারের আসবাবপত্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামি বই পুড়ে গেছে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রাকিব বলেন, প্রতিদিন সকালে এখানে ৫৩ জন শিক্ষার্থী কোরআন শিক্ষা নেয়। স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে তিনি মাদ্রাসায় এসে এ আগুনের ঘটনা দেখতে পান। আগুনে মাদ্রাসার শতাধিক কোরআন শরীফ ও আমপারা পুড়ে গেছে।
“সকালে ছাত্ররা পড়তে আসলেও তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে। আপাতত মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “পাঠাগারের জানালা খোলা থাকার সুযোগে কেউ অগ্নিসংযোগ করেছে। ভিতরে থাকা প্লাস্টিকের টেবিল-চেয়ার পুড়ে গেছে। কিছু কোরআন শরীফ ও আমপারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”