বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে দেশ বন্ধু সংসদ সর্বজনীন দূর্গা মন্দিরের ৭৫ বছর শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সারোয়াতলীতে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে।
এর আগে ঘোষণা দেওয়া হয় সাত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের। উদ্বোধক ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সীমান্ত ওয়াদ্দাদার ও ডা. সমর কৃষ্ণ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবীর চৌধুরী বুলবুল, সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, সুকুমার চৌধুরী, বাসুদেব চৌধুরী ও অগ্রদূত দাস। সঞ্চালনায় ছিলেন টিটু চৌধুরী ও শ্রী দিব।
এসময় বক্তব্য রাখেন শ্যামল বিশ্বাস, পূজা কমিটির অর্থ সম্পাদক বিশ্বজিৎ মহাজন,এস আই কিশোর কুমার দে, প্রকৌশলী নুপুর চৌধুরী ও সুভাস চৌধুরী।
শোভাযাত্রায় দেবদেবীর বিভিন্ন রূপে অংশ নেন স্থানীয়রা। দূর্গা রূপে রায় দাশ গুপ্তা, অসুর রূপে বাধন চৌধুরী আপেল, কালী রূপে প্রনেস্তা চৌধুরী, শিব রূপে প্রাপ্তী চৌধুরী, শ্রীকৃষ্ণ রূপে চৈতী চৌধুরী ও রাধা রূপে তুষকি চৌধুরী অংশগ্রহণ করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত