
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে ভোরে চোরে চালিয়ে নিয়ে গেল দুইটি সিএনজি চালিত অটোরিকশা। চোরের এ কাণ্ডে পথে বসেছেন দুই চালক।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের কালামিয়া স্কুল এলাকার একটি বাড়ি থেকে সিএনজি দুটো নিয়ে যায়।
কালায়ারহাট এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৪টার দিকে সিএনজি অটোরিকশাগুলো চালিয়ে নিয়ে যায় চোরের দল।
সিএনজির দুটোর চালক মো. রমজান ও মো. নয়ন জানান, রাতে দারোগার বাড়ির একটি ঘরে মাসিক ভাড়ায় গাড়ি রাখেন। গত বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো গাড়ি রেখেছিলেন। সকালে গাড়ি বের করতে গিয়ে দেখেন নেই।
জমি বিক্রির টাকায় ও কিস্তিতে গাড়িগুলো ক্রয় করেছিলেন তারা।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সিএনজি অটোরিকশা চালকরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখছে।