
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলা সদরের মীরপাড়া রোডে হাজী হামিদুল হক মার্কেটের নিচতলায় তিনটি দোকানের তালা ভেঙে মোবাইল ফোন, জুডিসিয়ার স্টাম্প ও কম্বল চুরির ঘটনা ঘটেছে। শনিবার(৩ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া দোকানগুলো হলো— খাজা কম্পিউটার অ্যান্ড মোবাইল, কর্ণফুলী শালকর ও ডিপি হেয়ার কাট সেলুন।
‘খাজা কম্পিউটার অ্যান্ড মোবাইল’-এর মালিক ইকবাল হোসাইন আরজু জানান, দোকান থেকে ৮টি মোবাইল ফোন ও কিছু জুডিসিয়ার স্টাম্প চুরি হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে ভোর ৪টা ২৫ মিনিটে এক যুবককে পেছন দিক দিয়ে প্রবেশ করতে দেখা গেছে।
কর্ণফুলী শালকরের স্বত্বাধিকারী রঞ্জিত দাশ বলেন, গ্রাহকের ধোয়ার জন্য দেওয়া দুটি কম্বল নিয়ে গেছে চোর। যার বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা।
এদিকে ডিপি হেয়ার কাট সেলুন-এ ঢুকে মূল্যবান মালামাল না পেয়ে ভেতরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় চোরেরা।
ভুক্তভোগীরা জানান, ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।