বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অমিত হাসান (১৯) নামে এক প্রতিবন্ধী যুবক তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
নিখোঁজ অমিত হাসান পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯নং ওয়ার্ডের মরহুম ছৈয়দ মেম্বারের বাড়ির মো. নাজিমের ছেলে। শনিবার (৯ আগস্ট) অমিতের বাবা বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অমিতের বাবা নাজিম বলেন, “অনেক খুঁজেছি, কিন্তু তাকে পাইনি। তিন দিন হয়ে গেলেও ঘরে ফেরেনি।”
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “নিখোঁজ যুবকের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে।”