
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আবু নাছেরের প্রার্থিতা বহাল রাখার দাবিতে বোয়ালখালীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় ‘বোয়ালখালীর সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ডা. আবু নাছেরকে নিয়েই চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন করা হবে। ২৬ জানুয়ারি থেকে প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। বোয়ালখালীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মিছিল-মিটিং ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, যারা নির্বাচন নিয়ে তামাশা করছেন, তারা ডা. আবু নাছেরের জনপ্রিয়তা এখনো অনুধাবন করতে পারেননি। তিনি চট্টগ্রাম-৮ আসনের প্রতিটি এলাকায় ধাপে ধাপে নির্বাচনী মাঠ সুসংগঠিত করেছেন।
গণমিছিলে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি পূর্ব কালুরঘাট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নির্বাচনী মাঠ না ছাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ নাজিম উদ্দিন রেজা, মোস্তাক আহমদ, মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, বিডিআর নাসির উদ্দিন ও মো. বেলাল উদ্দিন।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে ডা. আবু নাছেরকে মনোনয়ন দেয়। পরবর্তীতে ১০ দলীয় জোটের পক্ষে এনসিপি প্রার্থী মনোনীত হলে এক সংবাদ সম্মেলনে ডা. আবু নাছের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এতে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়।