বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমানকে বহনকারী চলন্ত গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও ওসির ব্যবহৃত সরকারি গাড়ির সামনের আয়নায় ফাটল দেখা দেয়।
ঘটনাটি ঘটে বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে। জানা যায়, রাতে ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়ে থানায় ফেরার পথে আরাকান সড়কের রায়খালী ব্রিজ অতিক্রম করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ওসি লুৎফুর রহমান বলেন, “রাতে দায়িত্ব পালন শেষে থানায় ফেরার সময় আমাদের চলন্ত গাড়ির ওপর আকস্মিকভাবে ঢিল ছোড়া হয়। কারো গায়ে না লাগলেও গাড়ির সামনের বাম পাশের আয়নাটিতে ফাটল ধরে।”
তিনি আরও বলেন, “কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”