1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বোয়ালখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ জুন)  বিকেল ৩টায় পৌরসভার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২ টি পর্বে ৪টি বিদ্যালয় অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় এ টুর্নামেন্টের ১ম পর্যায়ে  গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। ২য় পর্যায়ে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-১ পরাজিত করে চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ উম্মে সালমা। এসময় বোয়ালখালী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিক্ষক কামরুল হাসান, এস এম আলী আকবর, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবলু, হেলাল উদ্দিন টিপু, ফজলুল কবির সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে। ২৮ জুন প্রথম পর্বের খেলা শেষে ২৯ জুন সেমি ফাইনাল ও ৩০ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট