1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

বোয়ালখালীতে জামায়াতের গণ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণ মিছিল করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যােগে আয়োজিত এ মিছিল পৌর সদরের বুড়ি পুকুর পাড় থেকে শুরু হয়ে গোমদণ্ডী ফুলতল মোড়ে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত এক সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, বায়তুল মাল সেক্রেটারি আরিফুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. খোরশেদ আলম, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নায়েবে আমির ডা. মোহাম্মদ আবু নাছের, পৌর জামায়াতের আমির মুহাম্মদ হারুন, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা মফিজ, ছাত্রশিবির বোয়ালখালীর সভাপতি আব্দুর রহিম ও ছাত্রশিবির পূর্ব থানা শাখার মুহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য  এদেশের মুক্তিকামী ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো ৩৬ জুলাইয়ের আন্দোলনে। সেই সব অকুতোভয় শহীদদের আত্মত্যাগ অবিস্মরণীয়। তাঁদের স্বপ্ন পূরণে এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট