বোয়ালখালী প্রতিনিধি:
‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এই স্লোগানে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আকরাম, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, কৃষক মো. হোসাইন ও জসিম উদ্দিন হায়দার। সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরী।
অনুষ্ঠানে ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, “দেশীয় ফলের স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণ বিদেশি ফলের চেয়েও অনেক বেশি। কিন্তু আজও অনেকেই দেশীয় ফল চেনেন না। আমাদের এই ফল মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় ফলের পরিচিতি বাড়ানো। সবাইকে ফলজ গাছ লাগাতে হবে, দেশি ফল চাষে আগ্রহী হতে হবে—এমন বার্তাই আমরা দিতে চাই।”
তিনি আরও বলেন,“শুধু ভোজন নয়, দেশীয় ফল পুষ্টির অন্যতম উৎস। আমাদের দেশি ফল যেন হারিয়ে না যায়, সেজন্য সকলকে সচেতন হতে হবে।”
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, “বর্তমানে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ফলের চাহিদা ২০০ গ্রাম হলেও আমাদের দেশের মানুষ গড়ে মাত্র ৫৫ থেকে ৬০ গ্রাম ফল খাচ্ছে। এ ঘাটতি পূরণে ফল চাষ বৃদ্ধি ও জনগণকে ফল খাওয়ার প্রতি উৎসাহিত করতে হবে।”
মেলায় ৫০টিরও বেশি দেশীয় ফল প্রদর্শন করেন প্রান্তিক কৃষকরা। মেলা ঘুরে অতিথিরা ফল উৎপাদনে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
মেলায় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত