বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী বাংলাদেশ, বোয়ালখালী থানা কমিটির কাউন্সিল অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাত ৯টায় উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আহ্বায়ক কমিটির উদ্যোগে এ অধিবেশন হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কাজী বাড়ি সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আলহাজ্ব আবুল ফজল মোহাম্মদ সাইফুউল্লাহ সুলতানপুরী। প্রধান আলোচক ছিলেন নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা আবুল ফজল মোহাম্মদ মুনছুর উল্লাহ সুলতানপুরী।
এতে সংগঠনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে আরো উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, নুরুল আলম, বাদশা সুমন, মোহাম্মদ হাসান সওদাগর, জহুর মিয়া, কফিল মুন্সি, কামাল সওদাগরসহ নেতৃবৃন্দ।
অধিবেশন শেষে মিলাদ ও কিয়াম শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত