বোয়ালখালী প্রতিনিধি:
বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও রাজনৈতিক প্রোপাগান্ডার প্রতিবাদে এবং নৈরাজ্য সৃষ্টিকারী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে মশাল মিছিল করেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার হাজির হাট থেকে অলি বেকারী পর্যন্ত এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলে অংশ নেন উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, আশুতোষ সরকারি কলেজ ছাত্রদল ও সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থাকবে। একইসঙ্গে রাজনৈতিক অপশক্তি, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধেও আমরা আন্দোলন চালিয়ে যাব।
এ সময় নেতাকর্মীরা মশাল হাতে স্লোগান দেন এবং ‘সত্য ও ন্যায়ের পক্ষে’ ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত