1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

বোয়ালখালীতে চোর সন্দেহে  গণপিটুনি

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে চোর সন্দেহে মো. ওসমান (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে তিনজনের একটি দল বৈদ্যুতিক তার চুরি করতে আসে। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে। দুজন পালিয়ে গেলেও ধরা পড়ে যান ওসমান। এ সময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে।

পরে খবর পেয়ে স্থানীয় চৌকিদার আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসমান চট্টগ্রামের পটিয়া উপজেলার রবিউল আলমের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় চৌকিদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

চিকিৎসা শেষে সোমবার (৪ আগস্ট) পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে একটি মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট